দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ১
রংপুরের কাউনিয়ায় টাকা চুরির অপবাদে শামীম হোসেন (১০) ও রাসেল (৯) নামের দুই শিশুকে গাছে বেঁধে অমানবিক নির্যাতনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার টেপামধুপুর এলাকা থেকে আসামি আকরাম হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার অপর দুই আসামি হলো ইউপি সদস্য ইউনুস আলী (৪২) ও আকরাম হোসেনের ভাই ইয়াকুব আলী (২৪)।
গ্রেপ্তারকৃত আকরাম কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব মোল্লাটারী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) আশরাফুল আলম পলাশ। তিনি বলেন, শিশু দুটিকে উদ্ধারের পর তাদের পরিবারের কাছে দেওয়া হয়েছে। কিন্তু তাদের অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ দায়ের না করায় পুলিশ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। এরই মধ্যে অভিযুক্ত
একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।
সহকারী পুলিশ সুপার আরো বলেন, টাকা চুরির অপবাদে বুধবার (২৬ জানুয়ারি) সকালে মধ্যযুগীয় কায়দায় দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন করে ইউপি সদস্য ইউনুস আলী, আকরাম হোসেন ও তার ভাই ইয়াকুব আলী। এ ঘটনায় দুই শিশুর পরিবার থেকে মামলা না করা হলেও ঘটনার দিন রাতেই কাউনিয়া থানার এসআই স্বপন কুমার সরকার বাদী হয়ে থানায় মামলা করেছেন।
জিএমএ/এসআইএইচ