বরিশালে ছুরিকাঘাতে শ্রমিক ফ্রন্টের জেলা সদস্য নিহত
বরিশাল নগরীর ইছাকাঠি খ্রিষ্টান কলোনিতে ছুরিকাঘাতে দিপু হালদার নামে একজন নিহত হয়েছেন। তিনি শ্রমিক ফ্রন্টের জেলা সদস্য ও ২৯ নম্বর ওয়ার্ডের সংগঠক। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারী কুডু মিস্ত্রিকে ওই রাতেই আটক করেছে পুলিশ।
নিহত দিপু হালদার (৪৫), মুক্তিযোদ্ধা রমেন্দ্র নাথ হালদারের ছেলে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ চন্দ্র হালদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দিপু ও কুডু দুজনই ইছাকাঠি খ্রিষ্টান কলোনির বাসিন্দা। দুজনেই পেশায় কাঠমিস্ত্রি। কুডু মিস্ত্রি দিপুকে ছুরিকাঘাত করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ কলোনি থেকে কুডুকে আটক করেছে। হত্যার কারণ জানতে কুডুকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।
এদিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী এক বিবৃতিতে দিপু হত্যার নিন্দা জানিয়েছেন। তারা বলেন, দিপু শ্রমিক ফ্রন্টের জেলা সদস্য ও ২৯ নম্বর ওয়ার্ডের সংগঠক। কুডু মিস্ত্রির ছুরিকাঘাতে দিপু নিহত হয়েছেন। বাসদ হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
কেএফ/