লালমনিরহাটে নিখোঁজ অটোচালককে ৩ বছর পর জীবিত উদ্ধার
তিন বছর আগে নিখোঁজ হওয়া শাজাহান (৪০) নামে এক অটোচালককে জীবিত উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম অটোচালক শাজাহানকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। শাহাজান কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ঈশ্বরকুল এলাকার হবিবর রহমানের ছেলে।
জানা যায়, ২০১৯ সালের ২৭ মার্চ সদর উপজেলার হাড়িভাঙ্গার শ্বশুরবাড়ি থেকে বাইরে বের হওয়ার পর শাজাহান আলী নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর স্বামীকে না পেয়ে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্ত্রী মতিয়া বেগম।
নিখোঁজ হওয়ার কয়েকদিন পর তার গ্রামের বাড়ির পাশ থেকে শাজাহানের রক্তমাখা লুঙ্গি ও জামা উদ্ধার হয়। উদ্ধার হওয়া জামা ও লুঙ্গি স্বামী শাজাহানের বলে সনাক্ত করেন তার স্ত্রী মতিয়া।
ওই সময় এ সংক্রান্ত একটি সংবাদ গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। এরপর এলাকায় সোরগোল পড়ে শাজাহানকে জমি সংক্রান্ত বিরোধের জেরেই হত্যা করে মরদেহ গুম করা হয়েছে।
এর তিন বছর পর সেই শাজাহানকে জীবিত উদ্ধার করা হয়। লালমনিরহাট সদর থানা পুলিশের একটি টিম তাকে লালমনিরহাট জেলার প্রাণকেন্দ্র মিশনমোড় থেকে উদ্ধার করে।
পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে তিন বছর আগে নিজে থেকে আত্মগোপন করেছিলেন শাজাহান আলী নাহিদ। গত বুধবার (২৬ জানুয়ারি) রাতে মিশনমোড় চত্বর থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম বলেন, ‘তিন বছর আগে নিখোঁজ হওয়া শাজাহান আলী নাহিদকে বুধবার (২৬ জানুয়ারি) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জেডআই/এমএসপি