এবার কিশোরগঞ্জে ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতের কোনো এক সময় জয়কা ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আগুনে ভোটকেন্দ্রের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা করায় দুটি দরজার নিচের অংশ পুড়ে গেছে। ভেতরে কোনো কিছু পুড়েনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টি বৃহস্পতিবার খোলা ছিল। ক্লাস শেষে শিক্ষকেরা বিকেলে তালা দিয়ে চলে যায়। শুক্রবার সকালে এলাকাবাসী এসে দেখে দুটি দরজা পোড়া। বারান্দায় খড়কুটো পোড়ানোর ছাই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
জানালা দিয়ে একটি কক্ষে আগুন নিক্ষেপের চেষ্টা করায় ভেতরে কয়েকটি বেঞ্চ কালো হয়ে গেছে। সেখানেও খড়কুটো পোড়ানোর ছাই পড়ে আছে। এ ঘটনার খবর পেয়ে প্রশাসন ও পুলিশের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা গ্রাম পুলিশ মো. সবুজ মিয়া বলেন, কেন্দ্রটি দেখে সন্ধ্যায় আমি বাড়িতে চলে যাই। সকালে আমি জানতে পারি বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এরপরেই আমি ঘটনাস্থলে গিয়ে দরজার কিছু অংশ পোড়া দেখতে পাই।
স্থানীয় বাসিন্দা মো. হোসাইন বলেন, সকালে বাচ্চারা বলাবলি করছিল, সকালে একজন আগুনের কথা বলে চিৎকার করলে আমার ঘুম ভাঙে। আমি ঘুম থেকে উঠে এসে দেখলাম আগুনে কক্ষের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খড়কুটো দিয়ে সামান্য একটু আগুনের আলামত পাওয়া গেছে। তবে কে বা কারা দিয়েছে সেটা জানা যায়নি। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।