এবারের জাতীয় নির্বাচনে এমপি হতে চান তৃতীয় লিঙ্গের দুই প্রার্থী
ছবি: সংগৃহীত
এবারের নির্বাচনে অসংখ্য পুরুষ আর নারী প্রার্থী নজর কাড়ছেন। এরমাঝেও আলাদা করে আলোচনায় এসেছেন তৃতীয় লিঙ্গের দুই প্রার্থী। রংপুর-৩ ও গাজীপুর-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃতীয় লিঙ্গের উর্মি ও আনোয়ারা ইসলাম রানী।
এবার রংপুর-৩ আসন থেকে নির্বাচনী প্রচারে চমক সৃষ্টি করেছেন আনোয়ারা ইসলাম রানী। দলবল নিয়ে পুরোটা সময় তিনি গণসংযোগ চালিয়েছেন। ভোট চেয়ে দিয়েছেন নানা প্রতিশ্রুতি। বলেছেন, দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য কাজ করেছেন। এবার অবহেলিত রংপুর অঞ্চলের জন্য নিজের পুরোটা দিতে চান। রংপুরে সঠিক নেতৃত্ব নেই বলেও নানা সময়ে প্রচারে উল্লেখ করেন তৃতীয় লিঙ্গের রানী।
এবার রংপুর-৩ আসন থেকে হেভিওয়েট হিসেবে নির্বাচনের মাঠে রয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। নিজ দলের প্রতীক লাঙ্গল নিয়ে লড়ছেন তিনি।
এদিকে, গাজীপুর-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃতীয় লিঙ্গের উর্মি। তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী। তার নির্বাচনী প্রতীক একতারা।
আসনটিতে আওয়ামী লীগ থেকে নৌকা মার্কা নিয়ে লড়ছেন বর্তমান সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। এছাড়া আসনটিতে আরও ৬ জন প্রার্থী রয়েছেন ভোটের মাঠে।