২৯৩৮ ভোটারের মধ্যে ১৬৯২ জনই মামলার আসামি!
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের স্থগিত মেরুরচর হাসেন আলী উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রের ২ হাজার ৯৩৮ ভোটারের মধ্যে ১ হাজার ৬৯২ ভোটারই মামলার আসামি। এ অবস্থায় স্থগিত মেরুরচর হাসেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পুনর্নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৭ ফেব্রুয়ারি স্থগিত ভোট কেন্দ্রের পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।
বর্তমানে মেরুরচর হাসেন আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রায় শতভাগ পুরুষ-ভোটার পলাতক। গ্রেপ্তারের ভয়ে ৫ জানুয়ারি থেকে পালিয়ে বেড়াচ্ছে ওই গ্রামের প্রায় ৩ হাজার মানুষ।
জানা যায়, ৫ জানুয়ারি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মেরুরচর হাসেন আলী উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। এক পর্যায়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন হকের নেতৃত্বে একদল উশৃঙ্খল লোক কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালায়। একই সময় হামলাকারীরা চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন হকের নির্দেশে ব্যালট বাক্স ছিনতাই করার চেষ্টা করে।
হামলাকারীরা পুলিশের ওয়াকিটকি ছিনতাই করে নেন। হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৬০টি বুলেট ও ৩২টি টিয়ার সেল নিক্ষেপ করে। হামলায় বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রহিম, এসআই আবু শরীফসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৯ জন সদস্য গুরুত্বর আহত হন।
এ ব্যাপারে গত ৬ জানুয়ারি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন হককে হুকুমের আসামি করে একটি মামলা হয়। বাদী বকশীগঞ্জ থানার এসআই আবু শরিফ। মামলায় ২৬ জানুয়ারি পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে গ্রেপ্তারের ভয়ে লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। বর্তমানে মেরুরচর গ্রাম প্রায় শতভাগ পুরুষ শূন্য। নারীদের উপস্থিতিও কম। ৪ গ্রামের ১৫টি মসজিদের আজান বন্ধ হয়ে যায়। মসজিদে নামাজও বন্ধ ছিল। শুক্রবারের জুম্মার নামাজ হয়নি।
২৬ জানুয়ারি পর্যন্ত অসুস্থতা জনিত কারণে মেরুরচর গ্রামে ৪ জনের মৃত্যু হয়। মৃত ব্যক্তিদের দাফন-কাফনে কেউ শরিক হওয়ার সাহস পাননি। বহিরাগত লোকজন মরদেহ দাফন করেছেন।
এ পরিস্থিতিতে ৪ গ্রামের নির্দোষ মানুষগুলোকে নিজ বাড়ি ঘরে ফিরিয়ে আনার জন্য বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, মেয়র, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) ও জামালপুর জেলা পুলিশ সুপার দফায় দফায় মতবিনিময় সভা করেছেন।
প্রতিটি সভায় প্রশাসনের পক্ষ থেকে নির্দোষ মানুষকে নিজ বাড়ি-ঘরে ফেরার সাহস যোগানো হয়েছে।
প্রশাসনের সাহসে অন্য ৩ গ্রামের মানুষ নিজ বাড়ি-ঘরে ফিরে এলেও মেরুরচর গ্রামের পুরুষরা নিজ বাড়ি-ঘরে ফিরেনি। এ অবস্থার মধ্যেই পুনর্নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি বকশীগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের মেররচর হাসেন আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ২নং সংরক্ষিত আসনের সদস্য ও ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ভোট অনুষ্ঠিত হবে।
এএলএল/এমএসপি