জাফর উল্যাহর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ নিক্সন সমর্থকদের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্যাহর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর সমর্থকদের বিরুদ্ধে।
গতকাল রোববার সন্ধ্যার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় কালামৃধা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মান্দার বেপারী আজ সকালে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জায়েম বেপারী বলেন, গতকাল সন্ধ্যায় কালামৃধা ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাদল হোসেনের নেতৃত্বে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের সমর্থকরা নৌকা প্রতীকের ওই নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে চেয়ার, দলীয় প্রধান ও দলীয় প্রার্থীর ছবি ভাঙচুর করে। এ সময় তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি দেয়।
অভিযোগ নিয়ে জানতে চাইলে ইউপি সদস্য ও নিক্সন চৌধুরীর সমর্থক বাদল হোসেনের মোবাইল ফোনে আজ দুপুরে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) প্রদ্যোৎ সরকার বলেন, কালামৃধা এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনা শুনে রাতেই পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে আজ সকালে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।