তেঁতুলিয়ায় ট্রাকচাপায় পাথর শ্রমিকের মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাকচাপায় ফজলুল হক (৩৬) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।
বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের রনচন্ডি বাজার এলাকার বাংলাবান্ধা-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুল হক তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের মাগুরমারি চৌরাস্তা খল্টাপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে। আহতরা হলেন, তেতুঁলিয়া উপজেলার কালান্দিগছ ফাজিল মাদরাসার শিক্ষক মোটরসাইকেল আরোহী মো. আব্দুল হাকিম (৫৫) ও আজিজ নগর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মকবুল হোসেন (৬১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ফজলুল হক পাথরের কাজ শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। এসময় রনচন্ডি বাজার এলাকায় ইজিবাইকটি পৌঁছলে বাংলাবান্ধাগামী একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে তেঁতুলিইয়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারায়। এতে ইজিবাইকে থাকা ফজলুল হক ভয়ে ইজিবাইক থেকে মহাসড়কের দিকে লাফ দিলে ট্রাকের সামনের চাকায় চাপা পড়েন তিনি। ঘটনাস্থলেই মারা যান ফজলুল। এসময় দুই মোটরসাইকেল আরোহীও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন। তারা গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটিও নিয়ে যায় হাইওয়ে পুলিশ।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খাঁন সড়ক দুর্ঘটনায় একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় হাইওয়ে আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
টিটি/