শাবিপ্রবির সাবেক পাঁচ শিক্ষার্থীর জামিন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের খাবারের টাকা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার সাবেক পাঁচ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সুমন ভুঁইয়া তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কানন আলম।
জামিনপ্রাপ্ত সাবেক পাঁচ শিক্ষার্থী হলেন- হাবিবুর রহমান খান (২৬), রেজা নুর মুইন (৩১), এএফএম নাজমুল সাকিব (৩২), একেএম মারুফ হোসেন (২৭) ও ফয়সাল আহমেদ (২৭)।
এর আগে ঢাকা থেকে সিআইডি তাদের আটক করে। পরে মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকালে তাদের সিলেটে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় হস্তান্তর করা হলে গ্রেপ্তার দেখানো হয়।
পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত মোট ১৫০ জনের নামে মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে এফএম নাজমুল সাকিব করোনাইয় আক্রান্ত থাকায় তাকে সিলেটের ডা. শহীসদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকি চারজনকে আদালতে পাঠানো হলেও পুলিশের পক্ষ থেকে কোনো রিমান্ড আবেদন করা হয়নি বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের।
এদিকে, বুধবার সকাল ১০টা ২০ মিনিটে পানি পান করিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশনকারী ২৮ জনের অনশন ভাঙান অধ্যাপক ড. জাফর ইকবাল।
এসময় ক্যাম্পাসে তার আগমনের খবরে গ্রেপ্তারকৃতদের স্বজনরাও ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ে। স্বজনরা ড. জাফর ইকবালের সহযোগিতা চাইলে তিনি আশ্বস্ত করে বলেন, 'সরকারের পক্ষ থেকে আমাকে কথা দেওয়া হয়েছে মামলায় কাউকে জেলে যেতে হবে না। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জামিনের ব্যবস্থাও করা হবে। আজ আদালতে তাদের জামিনের ব্যবস্থা করা হবে।'
এসইউ/এমএসপি