কুষ্টিয়ায় হোটেলে অভিযান: মাদকসহ ২ নারী আটক
কুষ্টিয়া শহরের টিঅ্যান্ডটি রোডের যাইয়ান হোটেল খাওয়া-দাওয়া অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২৮ বোতল ফেনসিডিলসহ ২ জন নারী মাদক কারবারীকে আটক করেছে ব্যার।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি দল তাদের আটক করে। আটককৃতরা হচ্ছেন- কুষ্টিয়া সদর উপজেলার হরিয়াণঘাট এলাকার আনন্দ মণ্ডলের স্ত্রী পাপিয়া খাতুন (৪০) এবং গোপালপুর এলাকার আবু বক্কর সিদ্দিক ওরফে রানার স্ত্রী উর্মি খাতুন (২৯)।
জানা যায়, যাইয়ান হোটেল খাওয়া দাওয়া অ্যান্ড রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় দীর্ঘদিন ধরে মাদক সেবনসহ অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। পরে অভিযান চালিয়ে হোটেলটির দ্বিতীয় তলার একটি রুম থেকে মাদকসহ ওই দুই নারীকে আটক করা হয়।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়ার কোম্পারি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘রেস্টুরেন্টের দ্বিতীয় তলার একটি রুম থেকে ২৮ বোতল ফেনসিডিলসহ পাপিয়া খাতুন ও উর্মি খাতুনকে গ্রেপ্তার করা হয়। যে রুম থেকে তাদের আটক করা হয়, সে রুমে ঘুমানোর বেড ছিল।’ এ ছাড়া তাদের কাছ থেকে ৩টি মোবাইল ও ৩টি সিম জব্দ করা হয়।
জব্দকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদের কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে, যাইয়ান হোটেল খাওয়া দাওয়া অ্যান্ড রেস্টুরেন্টের মালিক কামরুল ইসলাম মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, ‘আমাদের হোটেলে তারা খেতে এসেছিল। পরে র্যাব এসে অভিযান চালিয়ে তাদের আটক করে।’
হোটেলে দীর্ঘদিন ধরে মাদকের কারবারসহ অনৈতিক কার্যকলাপ চলে, এমন অভিযোগ অস্বীকার করেন হোটেল মালিক কামরুল।
এসএ/এমএসপি