স্বাস্থ্যবিধি অমান্য করায় ঝিনাইদহে লাখ টাকা জরিমানা
করোনা সংক্রমণ রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অমান্য করায় ঝিনাইদহে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৮৭টি মামলায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিযান চালায় জেলা প্রশাসন।
অভিযানে জেলা প্রশাসক মনিরা বেগম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন উপস্থিত ছিলেন।
এসময় মাস্ক ব্যবহার না করায় ৪৮৭টি মামলার মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ঝিনাইদহ জেলা শহরের পায়রা চত্বর, কেন্দ্রীয় বাস টার্মিনাল, আরাপপুর, চুয়াডাঙ্গা বাসস্টান্ডসহ পাঁচটি স্থানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মনিরা বেগম বলেন- ‘এ অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্যবিধি না মানলে এবং মাস্ক ব্যবহার না করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হবে। করোনা সংক্রমণ বাড়ছে। সবাইকে সচেতন হতে হবে।’
এসএন/এমএসপি