দুর্ঘটনাকবলিত গাড়িতে মিলল ৯৪ কেজি গাঁজা

ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার থেকে ৯৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোনারামপুর এলাকার হোটেল উজান-ভাটির সামনে এ গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনাস্থলে প্রাইভেটকারটির সঙ্গে ট্রাকের সংঘর্ষ ঘটে। এ সময় প্রাইভেটকারের চালকসহ অন্যরা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করলেও চিকিৎসার কথা বলে তারা সেখান থেকে সরে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাইভেটকারের পেছনের ডালায় পলিথিন ও স্কচটেপে মোড়ানো গাঁজা উদ্ধার করে।
আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহম্মেদ জানান, গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।
