গুরুদাসপুরে স্ত্রীকে নির্যাতন মামলায় স্বামী গ্রেপ্তার
নাটোরের গুরুদাসপুর উপজেলার পার-গুরুদাসপুর মহল্লায় স্ত্রীর করা নির্যাতন মামলায় মুক্তার হোসেন (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মুক্তার হোসেন একই মহল্লার মানিক উল্লাহর ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আক্তারুজ্জামান জানান, প্রায় সাতমাস আগে পারিবারিকভাবে মুক্তার হোসেনের (৪০) সঙ্গে ওই নারীর বিয়ে হয়। কিছুদিন পর থেকেই স্ত্রীকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন মুক্তার। যৌতুক না পেয়ে স্ত্রীকে শারীরিক ও মানষিক নির্যাতন চালাতে থাকেন তিনি। এরই ধারাবাহিকতায় গত রবিবার (২৩ জানুয়ারি) রাতে মুক্তার হোসেন তার স্ত্রীর ওপর যৌন নির্যাতন চালায়।
ওই নারী অসুস্থ্য হয়ে পড়লে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গৃহবধূর বাবা মো. রাশিদুল ইসলাম বাদী হয়ে মুক্তার হোসেনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে মুক্তারকে গ্রেপ্তার করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অরিফা আফরোজ বানু জানান, ওই নারী বিকৃত যৌনাচারের আলামত নিয়ে চিকিৎসা কেন্দ্রে আসেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
কেএম/এমএসপি