পঞ্চগড়ে কবর থেকে ১৩টি কঙ্কাল চুরি
পঞ্চগড়ের বোদা উপজেলায় কবর থেকে ১৩টি কঙ্কাল চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সরকার পাড়া দলুয়ার দিঘী কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরি হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা কবর স্থান ঘুরে ১৩টি কবর খনন করা দেখতে পান। গেল ২ বছরে যাদের মৃত্যু হয়েছে এমন ব্যাক্তিদের কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে বলে জানিয়েছে তারা।
পরে স্থানীয়রা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সোলেমান আলী এ বিষয়ে আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহনের পরামর্শ দিয়েছেন।
চন্দনবাড়ি এলাকার বাসিন্দা মকছেদ আলী জানান, মঙ্গলবার সকালে স্থানীয় একটি শিশু কবরস্থানে ছাগল বাঁধতে এসে একটি কবর খনন করা দেখতে পায়। সে বাসায় গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পুলিশ ও প্রশাসনের লোকজনকে খবর দেয়।
চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো নজরুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। তবে যেই এ কাজটি করুক না কেন তাকে দ্রুতই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো সোলেমান আলী জানান, চন্দনবাড়ি ইউনিয়নের সরকার পাড়া দলুয়ার দিঘি এলাকার কবরস্থান থেকে ১৩টি কঙ্কাল চুরি হয়েছে এমন সংবাদ পাই স্থানীয়দের মাধ্যমে। আমি ঘটনাস্থল পরিদর্শন করি। দোষীদের আইনের আওতায় আনতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
কেএফ/