লালমনিরহাটে প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে রবিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ২ কোটি ৭৪ লাখ ৭২ হাজার ৪ শত ২২ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ১৫৬ কিলোমিটার সীমান্ত থেকে মালিকবিহীন এসব মাদক আটক করা হয়েছিল।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির রংপুর রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল মো. জাকারিয়া হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল আলম। অনুষ্ঠানে সামরিক, বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত গত দুই বছরে ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল বিভিন্ন প্রকার ২শ ১ প্যাকেট মদ, যার মূল্য ৩ লাখ ১ হাজার ৫শত টাকা। গাঁজা ৭০ মন ৬ কেজি, যার মূল্য ৯৮ লাখ ৯২ হাজার ৫ শ ৮২ টাকা। ফেন্সিডিল ৩৪ হাজার ১শ ১১ বোতল ও তরল মদ ২ হাজার ৪০০ কেজি যার মূল্য ৮৬ লাখ ৬৫ হাজার ২শ টাকা। ইস্কাপ সিরাপ ৬ হাজার ১ শ ৭৬ বোতল, যার মূল্য ২৪ লাখ ৭০ হাজার ৪ শত টাকা। ইয়াবা ২০ হাজার ৪শ ৫৫ পিস যার মূল্য ৬১ লাখ ৩৬ হাজার ৫শ টাকা। আয়রন ট্যাবলেট ২শ ৬০ পিস যার মূল্য ১ হাজার ৩শ টাকা, খৈনি ৪শ ৯৪ প্যাকেট ৪ হাজার ৯শ ৪০ টাকা।
/এএন