উল্লাপাড়ায় ২ গৃহবধূর চুল কেটে নিল সন্ত্রাসীরা
রবিবার সকাল ৯টার দিকে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের তরফ ভায়ড়া গ্রামে ৩টি বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় এসব বাড়ির ঘর, দরজা, আসবাবপত্র ভাঙচুর করে ঘরে লুটপাট চালায় তারা। তাদের বাধা দিতে গেলে এক পর্যায়ে দুই গৃহবধূর চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এই ঘটনায় প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেন।
গ্রামের জিল্লুর রহমান, বাবলু সরকার ও মো. আলহাজ অভিযোগ করে বলেন, পূর্ব গোলযোগের জের ধরে একই গ্রামের আব্দুল মজিদ মেম্বরের লোকজন পরিকল্পিতভাবে তাদের ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তাদের ৪ ব্যক্তি আহত হয়। মজিদ বাহিনী আলহাজ আলীর মা হাসনা খাতুন ভানু (৬০) এবং তার স্ত্রী নীলা খাতুনের (৩০) চুল কেটে দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়।
হামলাকারীরা এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুটে নেয়। বিষয়টি উল্লাপাড়া মডেল থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
অভিযোগকারীরা আরও জানান, কথিত মজিদ বাহিনী প্রধান আব্দুল মজিদ গ্রামে এর আগেও এই জাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অনেক পরিবারের ক্ষতি করেছে। মজিদের বিরুদ্ধে তরফ ভায়ড়া গ্রামের বেশ কয়েকটি পরিবারের জমি এবং সরকারি খাস জমি দখলেরও অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় যোগাযোগ করা হলে উপ পরিদর্শক আব্দুস সালাম জানান, খবর পেয়ে তিনি পুলিশ বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ইতোমধ্যেই এ ব্যাপারে ঘটনার শিকার উক্ত গ্রামের জিল্লুর রহমান, বাবলু সরকার ও আলহাজ পৃথক পৃথক ভাবে আব্দুল মজিদ বাহিনীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেছে।
অভিযুক্ত মজিদের সঙ্গে বারবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
/এএন