বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে শালা-দুলাভাইয়ের মৃত্যু
বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- টাঙ্গাইলের উপজেলার এলেঙ্গা পৌর এলাকার সাতুটিয়া গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪৫) এবং একই এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে মাসুম (৩০)। তারা সম্পর্কে শালা-দুলাভাই।
শনিবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া নামক এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মোতালেব হোসেন এবং মাসুম সম্পর্কে মামাতো শালা-দুলাভাই। তারা উভয়ই মোটরসাইকেল নিয়ে উপজেলার হাতিয়া এলাকায় মাসুমের বোনের বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন। দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে হাতিয়ায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়লে ঘটনাস্থলে তারা মারা যান।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এএসআই সবুর ঢাকাপ্রকাশ-কে মুঠোফোনে ঘটনায় সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, তারা দুইজন বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ হারায়। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। এ ছাড়া স্বজনরা নিহতদের মরদেহ নিয়ে গেছেন।
এফএস/এমএসপি