বরিশালে লাফিয়ে বাড়ছে করোনা, শনাক্তের হার ৪৩.৩৯ ভাগ
বরিশালে করোনা শনাক্তের হার এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী ভর্তির সংখ্যা লাফিয়ে বাড়ছে। জনসচেতনতা না থাকায় পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত শুক্রবার (২১ জানুয়ারি) রাতে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১ হাজার ৬০০ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ দশমিক ৩৯ ভাগ।
এর আগের দিন পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিলো ৩২ দশমিক ৮ ভাগ, বুধবার ২৪ দশকি ৫৪ ভাগ, মঙ্গলবার ২৬ দশমিক ৩৮ ভাগ, সোমবার ১৭ দশমিক ৭২ ভাগ, রবিবার ১২ দশমিক ২২ ভাগ এবং গত শনিবার ৫ দশমিক ৪ ভাগ করোনা শনাক্ত হয়।
এদিকে, মেডিকেলের করোনা ওয়ার্ডেও বেড়েছে চিকিৎসাধীন রোগীর সংখ্যা। শুক্রবার (২১ জানুয়ারি) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ১৬ জন রোগী। গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ্য হয়ে এক জন বাড়ি ফিরেছেন। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৩ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ১৮ জন রোগী।
এ নিয়ে শেবাচিমের করোনা ওয়ার্ডে ৭ হাজার ৪৮১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৪৫৩ জনের মৃত্যু হয়েছে। আর ৪২৮ জনের করোনা ছিল পজেটিভ।
এস/এমএসপি