নওগাঁয় জরুরি স্বাস্থ্যসেবার অ্যাম্বুলেন্স নিজেই যেন রোগী
নওগাঁয় কর্তৃপক্ষের অবহেলা ও অযত্নে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সচল জরুরি স্বাস্থ্যসেবার কাজের অ্যাম্বুলেন্স ধুলা-বালিতে নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে। একের পর এক করে তিনটি অ্যাম্বুলেন্স বিকল পড়ে আছে।
জানা গেছে ২০১৬ সালে নতুন ১টি অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয় হাসপাতালটিতে। এটি পাওয়ার পর চলমান অ্যাম্বুলেন্সটি ব্যবহার হচ্ছে না।
যে কারণে একটি একটি করে তিনটি রোগী বহন করা অ্যাম্বুলেন্সের মধ্যে দুটি পুরোপুরি নষ্ট হয়ে পড়েছে। অন্য একটি সচল থাকলেও অযত্নে নষ্টের পথে।
খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে ৩টি সরকারি অ্যাম্বুলেন্স। একটুখানি তদারকি, রক্ষণাবেক্ষণের অভাবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি থাকলে রক্ষা পেত কয়েক লাখ টাকার রাষ্ট্রীয় সম্পদ।
ইতোমধ্যে ২টি অ্যাম্বুলেন্সের কিছু অংশ অযত্ন ও অবহেলায় নষ্ট হয়ে মাটির সঙ্গে মিশে গেছে। অন্য ১টি এখনও ভালো অবস্থায় রয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে এগুলো সেটিরও একই দশা হবে।
এ বিষয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় জানান, এসব বিষয় উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নিয়ে আমাদের জানালে আমরা পদক্ষেপ গ্রহণ করবো।
এসআর/এএন