নবাবগঞ্জে ফায়ার স্টেশন নির্মাণের সাইন বোর্ড স্থাপন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নে নির্মাণ করা হচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন। ইতিমধ্যে উপজেলা সদর কলাকোপা ইউনিয়নের আমতলা বাসস্ট্যান্ড ভৈরাহাটি এলাকায় নির্ধারিত স্থানে সাইন বোর্ড স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের প্রধান শাজাহান শিকদার জানান, ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণের নির্ধারিত জায়গায় সাইন বোর্ড স্থাপন করা হয়েছে গত বুধবার (১৯ জানুয়ারি)। এর মধ্যে দিয়ে মামলার কারণে দীর্ঘদিন আটকে থাকা ফায়ার স্টেশনের নির্মাণ কাজের জট খুলল।
উল্লেখ্য, দীর্ঘদিন মামলা চলমান থাকায় নবাবগঞ্জ ফায়ার স্টেশনের নির্মাণ কাজ স্থগিত থাকে। সম্প্রতি কোর্টের রায় সরকার পক্ষে আসায় এখন ওই স্থানে ফায়ার স্টেশন নির্মাণে আর কোনো আইনগত বাধা নেই। ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের সার্বিক নির্দেশনা অনুযায়ী সাইন বোর্ড স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ নাসির উদ্দিন আহম্মেদ ঝিলু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এনায়েত হোসেন ও হাফিজুর রহমান প্রমুখ ।
এনএইচ/এসআইএইচ