গৃহবধূ হত্যায় আসামিদের গ্রেপ্তার করে জেলা হাজতে প্রেরণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দাম্পত্য কলহের জের ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংশভাবে এক গৃহবধূকে হত্যার ঘটনায় সকল আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরণ করা হয়।
শুক্রবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন এ তথ্য জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া থানার অফিসার ইনর্চাজ মো. গোলাম ছরোয়ার।
পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন বলেন, ‘নিহত রাশিদার ভাই আলামিন শাহ বাদী হয়ে বোন জামাই তামিম শেখসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে আগৈলঝাড়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার তিন ঘণ্টার ব্যবধানে ঘাতক স্বামী তামিম শেখকে (৪২) গোপালগঞ্জ থেকে আটক করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। পরে এ হত্যাকাণ্ডে সহযোগী মো. রুবেল দারিয়া (৩৮) ও মো. জুলাহাসকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে একটি মাহিন্দ্র গাড়ি, লোহার হাতুড়ি, চারটি মোবাইল ফোন সেট, রক্তমাখা কাপড় ও একটি জুতা আলামত হিসেবে উদ্ধার করে জব্দ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তামিম তার স্বীকারোক্তিতে জানিয়েছে, ঘটনার দিন বুধবার নিহত রাশিদাকে নিয়ে গোপালগঞ্জের একটি হোটেলে অবস্থান করে। রাত ৮টার পরে সেখান থেকে বের হয়ে অপর লোকজনের সহায়তায় রাশিদাকে হত্যা করে। ওই রাতে একটি থ্রি হুইলার মাহিন্দ্রা ভাড়া করে আগৈলঝাড়ার বাইপাস মহাসড়কের পাশে রাশিদার মরদেহ ও তার শিশু সন্তানকে ফেলে রেখে পালিয়ে যায়।’
ঘটনায় নিহত রাশিদা আগৈলঝাড়ার নগড়বাড়ি গ্রামের মৃত করিম শাহর মেয়ে। উপজেলার ১নং ব্রিজ সংলগ্ন এলাকায় তারা বাস করতেন। তামিম গোপালগঞ্জের বেদ গ্রামের আনোয়ার শেখের ছেলে।
উল্লেখ্য, গৃহবধূর নাম রাশিদা বেগম (৩৫)। বৃহস্পতিবার ভোর রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আগৈলঝাড়া বাইপাস মহাসড়কের পাশে ঘেরের পাড় থেকে রাশিদার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। একই সময় কান্নার আওয়াজ পেয়ে নিহত রাশিদার দশ মাস বয়সী শিশুপুত্র তানিমকে মায়ের মরদেহ থেকে ৫০০ গজ দূরে সড়ক থেকে উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পরই ঘটনার পারিপার্শ্বিক অবস্থা দেখে নিহত রাশিদার স্বামীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। তামিমকে তার বাড়ি গোপালগঞ্জের বেদ গ্রাম থেকে রক্তমাখা জুতা ও জামা পরা অবস্থায় আটক করা হয়।
এসও/টিটি