ময়মনসিংহে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডির চাল আত্নসাতের অভিযোগ
ময়মনসিংহের গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ। গত ১২ জানুয়ারি গৌরীপুর থানায় তিনি এ অভিযোগ দেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাবেক এ ইউপি চেয়ারম্যান দরিদ্রদের জন্য বরাদ্দ দেওয়া ২০২১ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ভিজিডির মোট ৫৬৪ বস্তা বা ১৬ হাজার ৯২০ কেজি চাল যার সরকারি মূল্য ৮ লাখ ১২ হাজার ১৬০ টাকা। উক্ত চাল গুদাম থেকে উত্তোলন করলেও তিনি তা কার্ডধারীদের না দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন। ওই ইউনিয়নে ২৮২ জন ভিজিডি কার্ডধারী রয়েছেন।
এ বিষয়ে জানতে সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ জানান, ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে গত ১৯ ডিসেম্বর আনোয়ার হোসেন চেয়ারম্যানকে প্রথমে শোকজ করা হয়। তিনি শোকজের কোনো জবাব দেননি। আরও তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
একে/টিটি