ঢাকাপ্রকাশে সংবাদ প্রকাশের পর সেতু সড়ক সংস্কার
গত ১৭ জানুয়ারি মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপ্রকাশে ‘সেতুতে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে’ শিরোনামে সংবাদ প্রকাশ পায়। এর দুই দিনের মাথায় বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কালকিনি খালের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কে মাটি ভরাট শুরু হয়।
সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে সেতুর সংযোগ সড়কটি সংস্কার করায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা শাহ আলম মোল্লা বলেন, ‘ঢাকাপ্রকাশে সংবাদ প্রচারের পর স্থানীয়দের চলাচলের জন্য চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ খুব দ্রুত মাটি ভরাটের কাজটি করেছেন। এতে সেতু পারাপারে কোলচর ও বায়লাখালী এলাকার অন্তত ২ হাজার সাধারণ মানুষ পারাপারের সুবিধা হবে। ইতোমধ্যে এলাকাবাসীর পক্ষ থেকে ইউপি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। ঢাকাপ্রকাশ-কেও অনেক অনেক ধন্যবাদ।'
চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ এর সত্যতা জানিয়ে বলেন, ‘ঢাকাপ্রকাশে সংবাদ প্রকাশের পর আমি নিজেই উদ্যোগ নিয়ে এলাকার জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে এটি খুব দ্রুত সংস্কার করেছি। তবে এতো দিন এলাকার লোকজন মাটি দিতে না চাওয়ায় এবং বর্ষামৌসুমে খালে পানি থাকায় মাটি ভরাট করা সম্ভব হয়নি। তাই একটু বিলম্ব হয়েছে।’
উল্লেখ্য, ২০২০ সালের শুরুর দিকে স্থানীয় সরকারের সহায়তা প্রকল্পের (এলজিএসপি-৩) অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়।
এস/ এমএসপি