কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের যাত্রা শুরু
যাত্রা শুরু হলো কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের। নতুন বছরে জেলা পুলিশের অধীনে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মো. রাজিবুল ইসলামকে প্রধান করে নতুন একটি সাইবার ক্রাইম ইউনিট চালু করা হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) রাতে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম স্বাক্ষরিত এক লিখিত আদেশে এ তথ্য জানানো হয়।
সাইবার অপরাধ ও অপরাধী শনাক্তকরণ, অপরাধীদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ এবং কুষ্টিয়া জেলা পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে নতুন এই ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সূত্র জানিয়েছে, কুষ্টিয়া জেলার ডিবি পুলিশ থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আনিসুল ইসলামকে সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
কুষ্টিয়া পুলিশ অফিসের অপরাধ শাখা থেকে এস আই (নিরস্ত্র) কাজী এহসানুল হক, নারী এস আই (নিরস্ত্র) পিংকি বিশ্বাসকে ডিবি থেকে, এ এস আই (নিরস্ত্র) মো. মামুনুর রশিদকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা থেকে, এ এস আই (নিরস্ত্র) মো. আশরাফুল ইসলামকে ডিবি থেকে, এ এস আই (নিরস্ত্র) মো. মাসুদ পারভেজ রানাকে ডিবি থেকে সাইবার ক্রাইম ইউনিটে বদলি করা হয়েছে।
নায়েক মো. হাসিবুল হাসানকে পুলিশ লাইন্স থেকে, কনস্টেবল মো. জাকারিয়া হোসেনকে আইসিটি শাখা থেকে, কনস্টেবল ওহিদুজ্জামান শাওনকে পুলিশ লাইন্স থেকে সাইবার ক্রাইম ইউনিটে বদলি করা হয়েছে।
এ ছাড়া কনস্টেবল শাহেদুজ্জামানকে পুলিশ লাইন্স থেকে, কনস্টেবল মো. মাসুদ রানা হৃদয়কে পুলিশ লাইন্স থেকে, কনস্টেবল মো. ইমাম হাসানকে পুলিশ লাইন্স থেকে, কনস্টেবল মাসুম রেজাকে কুচিয়ামোড়া ক্যাম্প থেকে, নারী কনস্টেবল চুমকি খাতুনকে পুলিশ লাইন্স থেকে সাইবার ক্রাইম ইউনিটে বদলি করা হয়েছে।
জনস্বার্থে বদলীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
এসএ/টিটি