মধ্যরাতে চবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিজয় ও সিএফসি গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে সোহরাওয়ার্দী হল ও শাহ আমানত হলে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজয় গ্রুপ ও সিএফসি গ্রুপের সংঘর্ষের শুরু হলে এক পর্যায়ে বিজয় গ্রুপের সঙ্গে যোগ দেয় ভিএক্স গ্রুপ। এসময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে ও পটকা ফুটায়। পরে পুলিশ ও প্রক্টর এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিবাদমান দুইটি গ্রুপ হচ্ছে বিজয় ও সিএফসি। উভয় গ্রুপই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল চৌধুরীর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। আমরা তাদের হলে ঢুকিয়ে দিয়েছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটিকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই ক্যাম্পাসে থমে থমে অবস্থা বিরাজ করছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে আগমণনের পরদিন থেকে উত্তেজনা অবস্থার সৃষ্টি হয়। গত সোমবার (১৭ জানুয়ারি) বিজয় গ্রুপ ও সিএফসি গ্রুপের নেতাদের ভেতর কথা কাটাকাটি হয়। এ ঘটানে কেন্দ্র করে দুই দিনের উত্তেজনার পর মঙ্গলবার রাতে গ্রুপ দুটি সংঘর্ষে জড়িয়ে যায়।
এসএন