হিংসার কোপ ৭শ আম গাছে!
নওগাঁর ধামইরহাটে রাতের আঁধারে কৃষকের ৭০০ আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জমিতে গিয়ে আম বাগানের দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে যান ওই কৃষক। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাতে উপজেলার খেলনা ইউনিয়নের গুনদশাহার গ্রামে।
জানা গেছে, উপজেলার গুনদশাহার গ্রামের মৃত গজিমদ্দিন মন্ডলের ছেলে মজিবুর রহমান (৬৫) গুনদশাহার মৌজায় প্রায় ৩৫ বছর আগে ১ একর ৪৯ শতাংশ জমি কেনেন। সেই জমিতে তিনি দীর্ঘদিন ধরে নানা জাতের সবজির চাষাবাদ করে আসছিলেন। দুই বছর আগে জমিতে তিনি ৭০০ আম্রপালি গাছের চারা রোপণ করেন। চলতি বছর সেই গাছগুলাতে মুকুল ধরতো। এরমধ্যে সোমবার ভোর রাতের কোনো এক সময় তার বাগানে বেড়ে ওঠা সব আম গাছ কেটে দিয়েছে দুর্বত্তরা। এতে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কৃষক মজিবুর রহমান বলেন, 'আমার জমি-জমা নিয়ে কারও সঙ্গে কোনোরকম ঝামেলা নেই। তবে, গত চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দলীয় প্রার্থী নৌকার পক্ষ নেওয়ায় বিরোধী প্রার্থীরা আমার বাগানের গাছ কেটে দিয়েছে বলে ধারণা করছি। তবে গাছগুলো কাটার সঙ্গে কারা জড়িত তা সুনির্দিষ্টভাবে বলতে পারছি না। আমি থানায় অভিযাগ করার প্রস্তুতি নিচ্ছি।'
তিনি আরও বলেন, 'গাছের কি অপরাধ ছিল! যারা এর সঙ্গে জড়িত তাদের কঠিন শাস্তির দাবি করছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
সাইদুল হোসেন, বেলাল হোসেনসহ কয়েকজন এলাকাবাসী জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে আমাদের এলাকায় বেড়ে গেছে নানা রকম সহিংসতামূলক কর্মকাণ্ড। ইতোপূর্বে ধান চুরিসহ নানা ধরনের আইনবিরোধী কাজ এলাকায় ঘটছে। তারা এলাকার শান্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয় ধামইরহাট থানার ওসি (তদন্ত) আব্দুল গণি বলেন, ‘কৃষকের ৭শ আম গাছ কেটে ফেলা হয়েছে শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় ওই ভুক্তভোগী কৃষক কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
/এএন