সিরাজগঞ্জে বিধিনিষেধ মানছেন না জনসাধারণ
দেশে আবারও উদ্বেগজনক হারে বেড়েছে করোনা সংক্রমণ। এ কারণে আবারও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
এদিকে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বেশিরভাগ মানুষই স্বাস্থ্যবিধি মানছেন না। হাট-বাজার, হোটেল-রেস্তোরাঁসহ রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে অবাধে চলাফেরা করছে। অধিকাংশ মানুষের মুখে নেই মাস্ক। কারও কারও আবার মাস্ক থাকলেও তা রয়েছে থুতনির নিচে। কোচিং সেন্টারগুলোতে গাদাগাদি করে বসিয়ে কোচিং করানো হচ্ছে। গণপরিবহনগুলোতে যত সিট তত যাত্রী পরিবহনের কথা থাকলেও অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। বিশেষ করে অটো, সিএনজিতে গাদাগাদি করে যাত্রী পরিবহন করা হচ্ছে।
এদিকে ১২ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের টিকা কর্মসূচি গ্রহণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যে কারণে এই শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে রয়েছে। সচেতন মহল করোনা সংক্রমণ ছড়ানোর ব্যাপারে শঙ্কিত হয়ে পড়েছে। তাদের মতে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।
আব্দুল মালেক নামে এক শিক্ষক বলেন, করোনা বিধি নিষেধ না মেনে মানুষ মাস্ক ব্যবহারে ও স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখাচ্ছে। ফলে করোনার বৃদ্ধির আশঙ্কা বাড়ছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় জানান, ইতিমধ্যে ১১ দফা নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে প্রচার করা হয়েছে। কিন্তু জেলাবাসীর মধ্যে নিষেধাজ্ঞা মানার প্রবণতা কম দেখা যাচ্ছে । এ বিষয়ে জেলা প্রশাসককে অভিহিত করা হয়েছে। তিনি অতিদ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ দফা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবেন।
টিটি/