হবিগঞ্জে শত কেজি গাঁজাসহ আটক ৩
হবিগঞ্জের চুনারুঘাটে গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে শত কেজি অবৈধ গাঁজাসহ এক নারী মাদক বিক্রেতা এবং ২ পুরুষকে আটক করা হয়েছে। ১৭ জানুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত র্যাব ও চুনারুঘাট থানার একদল পুলিশ পৃথকভাবে সাড়াষি অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা ও ব্যবসায়ীদের আটক করে।
জানা যায়, উপজেলার আমু চা বাগান এলাকায় গোপন সংবাদের সূত্রে, সাঁওতাল লাইনে অভিযান চালায়। এসময় পুলিশ রাজেন ঝরার পুত্র নিপেন ঝরাকে (২২) আটক করে এবং ভারতীয় নিষিদ্ধ ২১ কেজি গাঁজা জব্দ করে। থানা পুলিশ বাদি হয়ে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিকে চুনারুঘাট থেকে ৭৫ কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ২টি মটরসাইকেলসহ এক পেশাদার নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি-আব্দুল্লাহ-আল-নোমানের নেতৃত্বে চুনারুঘাটের ৩নং দেওরগাছ ইউনিয়েনর ৩নং ওয়ার্ডের পলাতক আসামি আব্দুল হাই (৩৫) এর টিনশেড বিল্ডিং ঘর থেকে এবং পলাতক আসামি কাউছারের (২৫) বসতবাড়ি থেকে উল্লেখিত মাদক উদ্ধার করা হয়।
এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মো. আব্দুল হাইয়ের স্ত্রী মোছা. রোকেয়া খাতুনকে (২৮) কে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী সূত্র জানায়, এই উপজেলার ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য। সেখানে প্রচুর গাঁজা চাষ হয়। সেগুলোই চুনারুঘাটের রেমা, বাল্লা, চিমটিবিল, গুইবিল, সাতছড়ি সীমান্ত দিয়ে প্রবেশ করে।
টিটি/