‘আগাছা’ তকমা দিয়ে আড়াই শতাধিক কলাগাছ কাটলেন স্বাস্থ্য কর্মকর্তা!
‘আগাছা’ তকমা দিয়ে জেলার গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পাশ থেকে আড়াই শতাধিক কলাগাছ কেটে ফেলা হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চারপাশে গাছগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।
স্থানীয় কয়েকজন বলেন, দীর্ঘদিন ধরে জমিদাতা পরিবার ও পার্শ্ববর্তী বাড়ির লোকজন স্বাস্থ্য কেন্দ্রের তিন পাশে কলাগাছ রোপন করেন। গাছগুলোতে ফল এলে স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী ও রোপনকারীরা ভাগ-বাটোয়ারা করে নিতেন। এখন গাছ রোপনকারী এবং কর্মকর্তাদের মধ্যে হয়তো রেষারেষির জেরে নির্বিচারে গাছগুলো কেটে সাবাড় করা হয়েছে।
এ ব্যাপারে রাওনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার বলেন, ‘কলাগাছ আগাছার মধ্যেই পড়ে, তাই এগুলো কেটে ফেলা হয়েছে।’
ফলের গাছ আগাছা কীভাবে হয় এমন প্রশ্নে তিনি বলেন, ‘গাছগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই কাটা হয়েছে।’
এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আসিফ আহমেদ রাজিব ঢাকাপ্রকাশকে জানান, ওই স্বাস্থ্য কেন্দ্রের চারপাশ পরিষ্কার করতে বলা হয়েছিল। কোনো ফলদ গাছ কাটতে নির্দেশ দেয়া হয়নি। যদি ফলদ গাছ কাটা হয়ে থাকে তবে ব্যবস্থা নেওয়া হবে।
একে/এমএসপি