মরিয়ম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বাবুগঞ্জে মরিয়ম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসী। সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার কেদারপুর ইউনিয়নের কেদারপুর-লাশঘাটা সড়কে ইউনিয়ন চেয়ারম্যান মো. নূরে আলম বেপারীর সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে বক্তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ফাঁসির দাবি করেন এবং তাদের পরিবারকে সমাজ থেকে বয়কট করার ঘোষণা দেন। এছাড়া ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন ও জড়িত দুইজনকে গ্রেপ্তার করায় বাবুগঞ্জ থানার ওসিসহ সকল পুলিশের প্রসংশা করে।
মানববন্ধনে ধর্ষকদের ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই, ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই সম্বলিত প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল।
এ সময় উপস্থিত ছিলেন, কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম মাছুম মৃধা, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুণ, বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর হোসেন নূর কমান্ডার, সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন মৃধা, কেদারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মিল্টন, সমাজসেবক আ. রশিদ হাওলাদার, ইউপি সদস্য মো. মিজানুর রহমান সিকদার, আমির হোসেন মৃধা, পশ্চিম ভুতেরদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মাসুদুর রহমান প্রমূখ।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সকল পেশার কয়েক হাজার মানুষের অংশগ্রহণ করেন।
গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভুতেরদিয়া গ্রামের সন্ধ্যা নদীর নালা থেকে মরিয়ম বেগমের মরদেহ উদ্ধার করে বাবুগঞ্জ থানা পুলিশ। সেদিন রাতে বাবুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে মো. ইমরান হোসেন। মামলা নং ৪।
নিহত মরিয়ম বেগম পূর্ব ভুতেরদিয়া গ্রামের মৃত মো. হারুন হাওলাদারের স্ত্রী। তিনি ৩ ছেলে ও ২ মেয়ে সন্তানের জননী। গত দুই বছর আগে তার স্বামী মৃত্যুবরণ করেন। দুই ছেলে চাকরি করেন এবং দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট ছেলে মো. আসিফ (১০) ৫ম শ্রেণির ছাত্র।
ছোট ছেলে মো. আসিফকে নিয়েই মরিয়ম বেগম নিজ বাড়িতে বসবাস করতেন। বুধবার সন্ধ্যার পরে আসিফ পার্শবর্তী সরিকল ইউনিয়নে তার ছোট বোনের শ্বশুর বাড়িতে বোনকে আনতে যান। বাড়িতে একা থাকার সুবাদে দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে হত্যা করে তার লাশ বাড়ি থেকে প্রায় ১৫০ গজ দুরে সন্ধ্যা নদীর লাশঘাটা নামক স্থানে ফেলে রাখে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
/এএন