চুয়াডাঙ্গার ডিসি ও সিভিল সার্জন করোনায় আক্রান্ত
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান এবং সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান। রবিবার সন্ধ্যায় করোনা পরীক্ষায় তারা পজিটিভ হন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান।
জানা যায়, হালকা উপসর্গ দেখা দিলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করান জেলা প্রশাসক ও সিভিল সার্জন। টেস্টে তারা দুজনই পজিটিভ হন। রাতে তাদের নমুনা কুষ্টিয়া আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমীন আক্তার জানান, ডিসি করোনা সন্দেহ হওয়ার পর থেকে ঢাকার নিজ বাসভবনে হোম আইসোলেশনে আছেন। বর্তমানে স্বাভাবিক অবস্থায় আছেন। গুরুতর কোনো সমস্যা দেখা দেয়নি। বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সাজিয়া আফরিন জেলা প্রশাসকের দ্বায়িত্ব পালন করছেন।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান জানান, করোনা পজিটিভ রিপোর্টের পর থেকে ঝিনাইদহ শহরের আরাপপুরে তার নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছেন তিনি। তবে তার শরীরে কঠিন কোনো উপসর্গের উপস্থিতি নেই।
সম্প্রতি ওই দুই কর্মকর্তা চুয়াডাঙ্গা জেলায় নবনিযুক্ত হয়েছেন। নতুন যোগদান করার পরই কর্মস্থলে থাকা অবস্থায় করোনা পজিটিভ হলেন তারা।
/এএন