নওগাঁয় বাঁধ সংস্কারে মাটির পরিবর্তে বালি, কাজ বন্ধ
নওগাঁর মান্দা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কার ও মাটি ভরাট কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ উঠেছে। ভরাটের কাজে মাটির বদলে বালি দেওয়ায় কাজ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে নওগাঁ পানি উন্নয়ন বোর্ড।
সরেজমিনে দেখা যায়, প্রতি বছর আত্রাই নদীর পানির চাপে বাঁধটি ভেঙে যায়। উপজেলার নুরুল্যাবাদ ও বিষ্ণুপুর ইউপির প্রায় ৫০ গ্রাম প্লাবিত হয়। ফলে কৃষকের ফসলাদি ও পুকুরের মাছ পানিতে ভেসে যায় এবং নিঃস্ব হয়ে পড়েন কৃষক। ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষক, মিক-দিনমজুর।
আত্রাই নদীর তীরবর্তী উপজেলার পার-নুরুল্যাবাদ থেকে জোকাহাট পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা সংস্কা ও বাঁধ নির্মাণের জন্য ৯৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু এ রাস্তায় সঠিকভাবে কাজ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। মাটির পরিবর্তে বালি দিয়ে ভরাটের কাজ করা হচ্ছে। কাজের মান ভালো না হওয়ায়, বাঁধটি ঝুঁকিপূর্ণই থেকে যাচ্ছে।
সাব ঠিকাদারের মাধ্যমে কাজ শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। এ ছাড়া কাজ দেখভালের জন্য কর্তৃপক্ষের তদারকিরও অভাব আছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, কাজের ক্ষেত্রে গাফিলতি রয়েছে। বাঁধের গোড়া থেকে মাটি উত্তোলন করায় বাঁধটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। এ ছাড়া মাটি দিয়ে রাস্তাটি ভরাট করার কথা থাকলেও বালু দিয়ে ভরাট করা হচ্ছে। এতে বাঁধটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। সামান্য পানির চাপে ভেঙে যাবে। এমন দায়সারা কাজে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
এ ব্যাপারে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বাক্কার সিদ্দিক বলেন, রাস্তার কাজে অনিয়ম হলে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মাহবুব আলম জানান, মাটির পরিবর্তে বালি ব্যবহার করার নিয়ম নেই। এ অভিযোগে কাজ স্থগিত করা হয়েছে।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফউজ্জামান খানের সঙ্গে মোবাইল ফোনে কয়েক বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এসএন