মদন উপজেলার ৬৭ প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার
নেত্রকোনার মদন উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভা মিলে ৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে আজও নির্মাণ করা হয়নি শহীদ মিনার। প্রতি বছর কলাগাছ, বাঁশের কঞ্চি ও সাদা কাগজ দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ দিবস পালন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে আসছে। এ ব্যাপারে সরকারি উদ্যোগে শহীদ মিনার নির্মাণের জন্য দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা।
মদন উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯৪টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে ২৭টি। বাকি ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘদিনেও কোনো শহীদ মিনার নির্মাণ হয়নি।
মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কাজল, ইয়াছিন ও সূচি আক্তার বলেন, প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছাত্রছাত্রীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কিন্তু আমাদের বিদ্যালয়ের শহীদ মিনার না থাকায় আমরা সবাই মিলে প্রতি বছর কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধা জানাই। আমরা চাই সরকার প্রতিটা স্কুলে শহীদ মিনার নির্মাণ করে দেওয়ার জন্য।
একই উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন জানান, আমাদের বিদ্যালয়ে দীর্ঘদিনেও শহীদ মিনার নির্মাণ হয়নি। আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও ভাষা শহীদের প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানাতে পারি না। এ বিষয়ে শহীদ মিনার নির্মাণে সরকারি সহযোগিতা কামনা করেন তিনি।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন জানান, ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার রয়েছে। বাকি ৬৭ প্রাথমিক বিদ্যালয়ে এখনো শহীদ মিনার নির্মাণ করা হয়নি। এতে শ্রদ্ধা নিবেদন করতে পারছে না শিক্ষার্থীরা।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন জানান, এই বিষয়টি উপজেলা শিক্ষা কমিটির সঙ্গে আলোচনা করেছি, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে ভাষা শহীদরে প্রতি শ্রদ্ধা জানাতে পারে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এসএন