৫ পৌরসভায় ভোট গ্রহণ চলছে
দেশের ৪ জেলার ৫ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে টানা বিকেল চারটা পর্যন্ত।
পৌরসভাগুলো হলো- চট্টগ্রামের বাঁশখালী, নোয়াখালী সদর, যশোরের ঝিকড়গাছা এবং নাটোর সদর ও বাগাতিপাড়া পৌরসভা।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রতিটি ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সব কেন্দ্রে পুলিশ, বিজিবি, আনসার ও র্যাবসহ কয়েক স্তরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
সব পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে মেয়র পদে ৭, কাউন্সিলর পদে ৬৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৭৫ হাজার ৭২৬জন।
শীত ও কুয়াশার কারণে নাটোর সদর পৌরসভা ও বাগাতিপাড়া পৌরসভার নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল সকালে। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে।
নাটোর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর এজেন্টের বের করে দেওয়া, ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা প্রদান, প্রকাশ্যে নৌকায় সিল এবং কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকের অনুসারীদের হুমকি দেওয়ার মতো অভিযোগ উঠেছে।
নাটোর সদর পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন দাবি করেন, সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলেও ৩০টি কেন্দ্রের অধিকাংশ বুথেই তার এজেন্টকে বসতে দেওয়া হয়নি। বিভিন্ন বুথ থেকে নৌকা প্রার্থীর অনুসারীরা তাদের বের করে দিয়েছে মর্মে তিনি জানতে পেরেছেন। নাটোরে পৌরসভায় ৬৪ হাজার জন এবং বাগাতিপাড়া পৌরসভায় ৮ হাজার জন ভোটার রয়েছেন।
এসএন