আবারও নৌকা পেলেন আইভি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আবারও ডা. সেলিনা হায়াৎ আইভিকে বেছে নিল আওয়ামী লীগ। শুক্রবার (০৩ ডিসেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রতীক বরাদ্দ করা হয় আইভির জন্য।
রাতে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক আবু সায়েম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ। শুক্রবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঘোষণা করার কথা ছিল। সেই হিসেবে বিকাল ৪টা থেকে জেলার দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন।
রাত পৌনে ৮টার দিকে আইভীর মনোনয়ন পাওয়ার খবর গণমাধ্যমকে জানানো হয়। এ খবরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা আনন্দ মিছিল বের করেন ও মিষ্টি বিতরণ করেন।
মনোনয়ন পাওয়ার পর আওয়ামী লীগের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আইভী সাংবাদিকদের বলেন, '১৬ জানুয়ারি আমরা তাকে আরেকটি বিজয় তুলে দিব।'
এসএম/এএন
