শাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সব বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে ক্যাম্পাসের গোলচত্বরে সড়ক অবরোধ করে চতুর্থ দিনেও আন্দোলন অব্যাহত রেখেছেন তারা। ক্যাম্পাসের ভেতেরে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে শনিবার (১৫ জানুয়ারি) রাত ১২টার দিকে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। ক্যাম্পাসের গোলচত্বর থেকে একটি মশাল মিছিল বের করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এরপর দ্বিতীয় ছাত্রী হলের সামনে গিয়ে শেষ হয় মশাল মিছিল।
বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রীরা তিন দফা দাবিতে আন্দোলন করছেন। ছাত্রীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- প্রভোস্ট কমিটির পদত্যাগ, হলের সব অব্যবস্থাপনা দূর করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং অবিলম্বে দায়িত্বশীল প্রভোস্ট কমিটি নিয়োগ দেওয়া।
শনিবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠে বিম্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ছাত্রীদের অভিযোগ, শাবি ছাত্রলীগের সাবেক নেতা ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক কর্মকর্তা মৃন্ময় দাস ঝুটনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা খলিলুর রহমান, আশরাফ কামাল আরিফ, সজিবুর রহমান, ঋষাণ তন্ময়, মাহবুবুর রহমান, সাজ্জাদ হোসেন, শফিউল হক রাব্বি এ হামলা চালান। এ সময় প্রক্টরের উপস্থিত ছিলেন। ছাত্রলীগের হামলায় অন্তত ১০জন শিক্ষার্থী আহত হয়েছেন।
এসইউ/এসএন