আইভী ভোট দেবেন শিশুবাগ স্কুলে, তৈমুর আদর্শ স্কুলে
রবিবার (১৬ জানুয়ারি) সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে এবার মূল প্রতিদ্বন্দ্বী ডা. সেলিনা হায়াৎ আইভী এবং তৈমুর আলম খন্দকার।
আইভী লড়ছেন আওয়ামী লীগের 'নৌকা' প্রতীক নিয়ে। অপরদিকে, তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী হয়ে 'হাতি' প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।
রবিবার সকালে ভোটগ্রহণ আটটায় শুরু হলেও সেলিনা হায়াৎ আইভী তার ভোট প্রদান করবেন সকাল সাড়ে নয়টায়। নিজের বাড়ির পাশে শিশুবাগ স্কুল কেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার তার ভোট প্রদান করবেন নিজের বাড়ির পাশে সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে। তিনি ভোট দিতে যাবেন সকাল আটটায়।
এনএইচবি/এমএমএ/