প্রস্তুতি শেষ, নারায়ণগঞ্জে রাত পোহালেই ভোট
রাত পোহালেই শুরু হবে রাজধানী ঢাকার সবচেয়ে কাছের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। ইতোমধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।
শনিবার (১৫ জানুয়ারি)সারাদিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ব্যালট বাক্স কেন্দ্রে পৌঁছে গেছে। রবিবার (১৬ জানুয়ারি) সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হবে। একটানা চলবে বিকাল চারটা পর্যন্ত।
সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর প্রাচ্যের ড্যান্ডিখ্যাত বন্দর নগরী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এটি হবে তৃতীয় নির্বাচন। এর আগে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই সিটি করপোরেশনে। এবারের নির্বাচন নিয়ে নানা মুখি উত্তাপ ইতোমধ্যে ছড়িয়েছে নারায়ণগঞ্জের ভোটের মাঠে।
প্রার্থী, ভোটার, সাধারণ মানুষ ও নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন নির্বাচন শান্তিপূর্ণভাবেই শেষ হবে। নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দরের বেশ কিছু অংশ এবং ফতুল্লার কিছু নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা। মোট ২৭ ওয়ার্ড রয়েছে এই সিটি করপোরশনে।
এবারের নির্বাচনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মোট ভোটর সংখ্যা হচ্ছে ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন। মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে ২ লাখ ৫৭ হাজার ৫১১।
এরমধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ এলাকায় রয়েছে ১ নম্বর ওয়ার্ড থেকে ৯ নম্বর ওয়ার্ড। এখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে এক লাখ ৮৯ হাজার ৪৭৮ জন। ১০ নম্বর থেকে ১৮ নম্বর ওয়ার্ড হচ্ছে নারায়ণগঞ্জ সদরে। এখানে ভোটার সংখ্যা হচ্ছে দুই লাখ দুই হাজার ৩৮৩ জন।
শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে বন্দর এলাকায় রয়েছে সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড থেকে ২৭ নম্বর ওয়ার্ড। এই নয়টি ওয়ার্ডে ভোটের সংখ্যা হচ্ছে ১ লাখ ২৫ হাজার ৫০০ জন। এবারের নির্বাচনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডে ১৯২ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এসব কেন্দ্রে মোট ভোট কক্ষ বা বুথের সংখ্যা হচ্ছে এক হাজার ৩৩৩টি। এরমধ্যে অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা হচ্ছে ৯৫টি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃংখলা বাহিনীর চার হাজার ৯৯২ জন্য সদস্যকে নিয়োগ করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে আইনশৃংখলা বাহিনীর ২৬ জন করে সদস্য দায়িত্বে থাকবেন।
এ ছাড়া স্টাইকিং ফোর্স র্যাব ও বিজিবি’র সদদস্যরা দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট সাতজন। এদের মধ্যে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বিএনপি থেকে অব্যাহতি পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সদ্য সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তার প্রতীক করছে 'হাতি'।
সাধারণ ভাটাররা বলছেন, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আইভী ও তৈমুরের মধ্যে। অন্য প্রার্থীরা হলেন খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেওয়াল ঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মাও. মাসুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন (বটগাছ), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাত ঘড়ি)এবং স্বতন্ত্র কামরুল ইসলাম (ঘোড়া) প্রতীক নিয়ে নির্বাচনে মেয়র পড়ে লড়ছেন।
এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করছেন মোট ১৪৮ জন প্রার্থী। আর নয়টি সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৪ প্রার্থী।
এনএইচবি/এমএমএ/