কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় আরও দুজনের মৃত্যু
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু যেন থামছেই না৷ কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ট্রাকের ধাক্কায় আবারও প্রাণ হারিয়েছেন দুই জন৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুই জন৷
শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া ইবি থানার বিত্তিপাড়া বাজারে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী একজন ঘটনাস্থলে নিহত হন। নিহতের নাম ছলেমান শেখ (৪৫)৷ তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামী এলাকার মাবুদ আলী কসাইয়ের পুত্র৷ এ ঘটনায় গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনাকবলিত ভ্যানটির চালক উসমানের (৬৫) মৃত্যু হয়৷ তিনি সদর উপজেলার ভাদালিয়া গ্রামের আহাতাব আলীর পুত্র।
আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ হাসপাতাল সূত্রে জানা গেছে আহত ভ্যানযাত্রী নজরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। এখন চিকিৎসাধীন আছেন কামাল উদ্দিন, পিতা ভাদু সেখ। তাদের বাড়ি সদর উপজেলার ভাদালিয়া গ্রামে।
স্থানীয়রা জানান, ভ্যানযাত্রীরা পেশায় সকলে কসাই৷ গরু কেনার জন্য তারা ৪ জন ভ্যানে করে সদর উপজেলার আলামপুর বালিয়াপাড়া গরুর হাটের দিকে রওনা হয়েছিলেন। তাদের কাছে অনেক টাকাপয়সা ছিল। এমন সময় বিপরীত দিক আসা বালুভর্তি ড্রাম ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়৷ গুরুতর আহত অপর তিনজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়৷
বিত্তিপাড়া বাজার কমিটি জানিয়েছে তারা দুর্ঘনাস্থল থেকে নিহত ও আহতদের ১ লাখ ১২ হাজার টাকা পেয়েছে। টাকাগুলো তাদের কাছে গচ্ছিত রয়েছে বলে কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন৷।
বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় শুক্রবার কুষ্টিয়া শহরের লাহিনী বটতলা শাহপাড়া মোড়ে অনিক (৭) নামে এক বালক গুরুতর আহত হয়৷ পরে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়৷
ড্রাম ট্রাকের ধাক্কায় গত ৫ দিনে কুষ্টিয়াতে এ নিয়ে প্রাণ হারালেন ১১ জন৷
এসএ/এএন