বাহুবলে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৭ জনকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ
হবিগঞ্জের বাহুবলে দলীয় শৃংখলা ভঙ্গ ও কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অমান্য করে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সাতজনকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ।
বাহুবল উপজেলা শাখা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হাইয়ের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন
১. লামাতাসী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী টেনু
২. বাহুবল সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আজমল হোসেন চৌধুরী
৩. জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও স্নানঘাট ইউপির সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম
৪. ভাদেশ্বর ইউনিয়ন পরিষদে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জুনায়েদ মিয়া
৫. সাতকাপন ইউনিয়ন পরিষদে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ফজলুল হক
৬. মিরপুর ইউনিয়ন পরিষদে উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. আসকির মিয়া এবং
৭ . একই ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মনোরঞ্জন রায়।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অমান্য করে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীদের ১৩ জানুয়ারির মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য অনরোধ করেছিলেন বাহুবল উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের নেতারা। এরপরও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই দলীয় গঠনতন্ত্রের ৪৭/ঠ ধারা অনুযায়ী তাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই জানান, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৭ ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারি বাহুবল উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।
এসএন