টাঙ্গাইল-৭ উপনির্বাচন
ভোটের দুই দিন আগে ওসিকে প্রত্যাহার
টাঙ্গাইল-৭ আসনের (মির্জাপুর) উপনির্বাচনের দুই দিন আগে নির্বাচন কমিশন থেকে মির্জাপুর থানার ওসি মো. রিজাউল হককে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) বিকালে এ নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘নির্বাচন কমিশন থেকে মির্জাপুর থানার ওসিকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহারের পর তাকে টাঙ্গাইল পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে টাঙ্গাইলের নাগরপুর থানার সাবেক ওসি আলম চাঁদকে দায়িত্ব দেওয়া হবে।’
এ ছাড়া মির্জাপুর থানা মসজিদে জুমার নামাজের সময় মুসল্লিদের নিজের প্রত্যাহারের বিষয়টি জানান ওসি রিজাউল হক। এ সময় মসজিদের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এমন সংবাদে মর্মাহত হন উপস্থিত মুসল্লিরা। গত বছরের ৬ জানুয়ারি মির্জাপুর থানায় ওসি হিসেবে যোগদান করেন রিজাউল হক।
মির্জাপুর উপজেলার ভোটগ্রহণ হবে আগামী রোববার (১৬ জানুয়ারি)।
এসএন