কাটা গাছ পড়ে প্রাণ গেল ভুটভুটি চালকের
রাজশাহীর তানোর উপজেলায় রাস্তার পাশের গাছ কাটার সময় খড় বোঝাই ভুটভুটির উপর গাছ পড়ে মো. ফিরোজ (২২) নামের এক ভুটভুটি চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার তানোরের আজিজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ পার্শ্ববর্তী মোহনপুর উপজেলার আত্রাই গ্রামের মো. বাবুলের ছেলে। এ ঘটনায় বাবুল থানায় হত্যা মামলা করেছেন।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি আজিজপুর গ্রামের মইনুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করে।
মামলার বিবরণ, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাবুল ও তার ছেলে ফিরোজ ভুটভুটি যোগে তানোর ভালুকা কান্দর গ্রাম থেকে খড় নিয়ে আজিজপুর হয়ে নিজ বাড়ি ফিরছিলেন। আজিজপুর গ্রামে সড়কের ধারের নিজের একটি নিম গাছ কাটছিলেন মইনুল ইসলাম ও তার ছেলে রাব্বি। হঠাৎ গাছটি খড় বোঝাই ভুটভুটির উপর পড়ে যায়। এ সময় ভুটভুটিতে থাকা বাবুল বেচে গেলেও ঘটনাস্থলেই ভুটভুটি চালক ছেলের মৃত্যু হয়।
খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে বাবা-ছেলের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন নিহতের বাবা। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
/এএন