ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হচ্ছে শিক্ষার্থীরা
নওগাঁর মান্দায় ৪ মাসেও সংস্কার হয়নি ভাঙা ব্রিজ। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে পথচারী ও শিক্ষার্থীরা। মৈনম ইউপির নওগাঁ রাজশাহী মহাসড়কের পাশে জেলেঘাটি নামক স্থানে এলজিইডির পাকা রাস্তার মাঝখানে এ ভাঙা ব্রিজটি।
সরেজমিনে দেখা যায়, ব্রিজটি দিয়ে গ্রামের মানুষজন এবং ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
ভদ্রসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিল্লুর রহমান বলেন, ‘সাধারণ মানুষ এবং কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য ব্রিজটি সংস্কার হওয়া জরুরি।’
মৈনম মোল্লাপাড়া গ্রামের সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা ৬টি গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছি। ভারী কোনো জিনিস আমরা ভাঙা ব্রিজের উপর দিয়ে বহন করতে পারি না। রাতের অন্ধকারে যে কোনো সময় পথচারীরা দুর্ঘটনার শিকার হতে পারেন। দ্রুত ব্রিজটি সংস্কার প্রয়োজন।’
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞ্জা বলেন, ‘ব্রিজটির পাশেই স্কুল। স্কুলের প্রধান শিক্ষিক অথবা এলাকাবাসী চেয়ারম্যান বরাবর একটি দরখাস্ত দিলে আমরা দ্রুত ব্রিজটি সংস্কার করে দিবো।’
/এএন