পাটুরিয়ায় আটকে আছে সহস্রাধিক যানবাহন
সাপ্তাহিক সরকারি ছুটি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি সংকটের কারণে শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল থেকেই যানবাহনের ভিড় বেড়েছে পাটুরিয়া ঘাট এলাকায়। পণ্যবাহী সহস্রাধিক ট্রাক-কাভার্ডভ্যান ও দুই শতাধিক যাত্রীবাহী পরিবহন ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে।
খাবার, পয়ঃনিস্কাশনসহ নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে ঘাট এলাকায় আটকে থাকা যাত্রীদেরকে। এই শীতে বিশেষ করে অসুবিধায় পড়ছে শিশু এবং নারী যাত্রীরা।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু হয় এ যানজট। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন ও ট্রাকের সংখ্যাও বাড়তে থাকে। সকাল ৯টা পর্যন্ত প্রায় এক হাজার যানবাহন পাটুরিয়া ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে। ব্যক্তিগত গাড়ির তেমন চাপ না থাকলেও চাপ রয়েছে দূরপাল্লা পরিবহনের।
পাটুরিয়া ঘাটে শিবালয় থানার ডিউটি অফিসার এ এস আই রফিক বলেন, ‘শুক্রবার ছুটি থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের ভিড় বেড়েছে। ঘাট থেকে ফায়ার সার্ভিস স্টেশন পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় যানবাহনের দুটি শাড়ি ফেরি পার হওয়ার অপেক্ষায় রয়েছে। এ ছাড়া ফায়ার সার্ভিস পর্যন্ত এক লেনে কয়েক শ বাস নৌরুট পারের সিরিয়ালে রয়েছে। চাপ এড়াতে ছোট গাড়িগুলো টেপড়া থেকে ভেতরের সড়ক দিয়ে ঘাটমুখী পাঠানো হচ্ছে। পাটুরিয়া ঘাটে যানবাহনের ভিড় থাকায় অগ্রাধিকার ভিত্তিতে জরুরি যানবাহন, পরিবহন বাস ও ছোট গাড়ি পারাপার করা হচ্ছে।’
এ ছাড়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ এড়াতে ৭ কিলোমিটার আগে উথুলী সংযোগ সড়কে সাধারণ পণ্যবাহী ট্রাক সিরিয়ালে দাড় করিয়ে রাখা হচ্ছে। ঘাট এলাকায় চাপ কমলে এ ট্রাকগুলো সিরিয়াল অনুযায়ী ছাড়া হবে বলেও জানান তিনি।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে, তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ২০টি ফেরি বরাদ্দ রয়েছে। ২টি মধুমতি ভাসমান কারখানায় মেরামত অবস্থায় এবং ভাড়ী সমস্যার (ইঞ্জিন জনিত ত্রুটি) কারণে বাকি ৩টি ফেরি নারায়নগঞ্জ ডকইয়ার্ডে আছে বলে জানাগেছে।
অপরদিকে, আরিচা-কাজিরহাট নৌ পথে ফের সৃষ্টি হয়েছে অচলাবস্থা। ঘাটের একমাত্র পন্টুনে রো রো ফেরি ভিড়তে পারছে না। ফলে এ নৌ পথে চলাচল করা রো রো ফেরি সরিয়ে নেওয়া হয়েছে। তিনটি ছোট (ডাম্প) ফেরি দিয়ে পরিবহন পারাপার করে মন্থর গতিতে সচল রাখা হয়েছে নৌ-পথ। তিনটির মধ্যে ফেরি ‘কপোতি’ গতকাল থেকে বিকল। চলছে ফেরি ‘কদম’ ও ‘ক্যামেলিয়া’। সে কারণে ঘাটে আসা পরিবহনগুলোকে দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে।
এসএস/এসএ/