সৎ থাকলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধান বিচারপতি
সবাইকে সৎ থাকার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, 'যদি সৎ থাকা যায় তাহলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির চত্বরে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধান বিচারপ্রতি।
বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ায় কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সংবর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘যদি সৎ থাকা যায় তাহলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। যা আমার জীবনেও ঘটেছে। আসুন আমরা সবাই সৎ থাকার চেষ্টা করি। আমি চেষ্টা করব দেশের ৬৪ জেলায় সৎ ও যোগ্য জেলা জজ নিয়োগ দেওয়ার জন্য। জেলা জজ যদি ভালো হয় তার অধিনস্থ অন্য বিচাকরাও ভালো হবে। আমি আইনজীবীদের অনুরোধ করব আপনারা বিচারকদের সহযোগিতা করুন। যাতে বিচারপ্রার্থীরা দ্রুত বিচার পেতে পারে।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আ. স. ম আখতারুজ্জামান মাসুম।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান মাসুদ করিম মিঠুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি ডক্টর আখতারুজ্জামান, বিচারপতি আবু বকর সিদ্দিকী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ. ক. ম সরওয়ার জাহান বাদশাহ্, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আসগর আলী।
এসএন