শনিবার, ৫ এপ্রিল ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

নেত্রকোনায় ২০ সিনেমা হলের একটিও নেই

একটা সময় ছিল মানুষের বিনোদনের মাধ্যমই ছিল হলে গিয়ে সিনেমা দেখা। যেকোনো উৎসবের সঙ্গে বাড়তি বিনোদন হিসেবে যোগ হতো সিনেমা। তবে বর্তমানে হলে গিয়ে সিনেমা দেখার সেই রমরমা অবস্থা আর নেই। দেশের অধিকাংশ স্থানে এখন সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। একই অবস্থা নেত্রকোনা জেলায়ও। এখানকার ২০টি সিনেমা হলের মধ্যে টিকে নেই একটিও।

পঞ্চাশের দশক পর্যন্ত জেলা শহরের বাসিন্দাদের চিত্তবিনোদনের প্রধান কেন্দ্র ছিল ‘বিজয় টকিজ’ সিনেমা হল (প্রেক্ষাগৃহ)। অজহর রোডে অবস্থিত এ প্রেক্ষাগৃহ পরিচালনা করতেন প্রকৃত মিত্র ও হিরণ মিত্র নামের দুই ব্যবসায়ী। পরবর্তী সময়ে এটির মালিকানায় যুক্ত হন আবদুল হালিম মিয়া নামে আরও একজন। বর্তমানে এসব হলের গল্প আছে বাস্তবে নেই।

১৯৬৩ সালে বিজয় টকিজ হলের মালিকানা হস্তান্তর হয়। তখন ক্রয়সূত্রে প্রেক্ষাগৃহটির মালিক হন নওয়াব আলী মিয়া। ‘বিজয় টকিজ’ এর বদলে তিনি এটির নতুন নাম রাখেন ‘হাসনা টকিজ’।

এ হলের জমজমাট ব্যবসায় খুশি হয়ে নওয়াব আলী মিয়া ১৯৭০ সালে শহরের কোর্ট স্টেশনের পেছনে ‘হীরামন’ নামে আরও একটি প্রেক্ষাগৃহ তৈরি করেন। নওয়াব আলী মিয়ার ছেলে আবদুল কাদির মিয়া এটি পরিচালনা করতেন। ‘হাসনা টকিজ’ ও ‘হীরামন’ হলে সিনেমা দেখেননি নেত্রকোনা শহরে এমন প্রবীণ লোক পাওয়া দুস্কর। অথচ এখন সিনেমা হলের ব্যবসা পুরোপুরি ধ্বসের কাতারে। বন্ধ হয়ে গেছে একের পর সব সিনেমা হল।

নানা বাস্তবতায় জেলার ২০টি সিনেমা হলের মধ্যে সবগুলো এখন বন্ধ। কোনোটির এখন আর অস্তিত্বই নেই। শুধু ‘হীরামন’ হলটি বন্ধ হয়েছে গত বছর। আবদুল কাদির মিয়ার ছেলে শেখ সুলতান তপু পরিচালনা করতেন এ সিনেমা হল। দর্শক কমে যাওয়ায় এটি মালিক বন্ধ করতে বাধ্য হন। অবশিষ্ট নেই একটিও।

প্রেস ক্লাব, নেত্রকোনা জেলা কমিটির সভাপতি শামীম আহমেদ তালুকদার জানান, ‘পাকিস্তান আমলে নেত্রকোনার সিনেমা হলগুলোতে বোম্বের হিন্দি ও পাকিস্তানের উর্দু ছায়াছবির প্রদর্শনী হতো। মাঝে মধ্যে কলকাতা থেকে দু-একটা বাংলা সিনেমা আসত। তখন প্রতিদিন হলগুলোতে তিন-চারটি করে শো চলত। শো চলাকালে তিল ধারণের জায়গা হতো না। লম্বা লাইন ধরে টিকিট কাটতে হতো।’

নেত্রকোনা শহরের পাশাপাশি জেলার মোহনগঞ্জ উপজেলা সদরেও সিনেমার রমরমা ব্যবসা ছিল। ‘রাজমহল’, ‘দিলশাদ’, ‘মিতালী’ ও ‘কংকন’ নামে একযোগে চারটি সিনেমা হল চালু ছিল সেখানে। সদ্য মুক্তি পাওয়া সিনেমা প্রদর্শনের প্রতিযোগিতা চলত এসব হলে। কালের আবর্তে চারটিই এখন বন্ধ।

‘রাজমহল’ এখন কমিউনিটি সেন্টার। আর ‘দিলশাদ’ গোডাউন। বাকি দুটির অস্তিত্বই নেই। এদিকে পূর্বধলার শ্যামগঞ্জ বাজারেও জমজমাটভাবে চালু ছিল তিনটি সিনেমা হল। হলগুলো হলো- আশা, তরঙ্গ ও হলি। এখন একটিও চালু নেই। একইভাবে বন্ধ হয়ে গেছে কলমাকান্দার বনানী, সমতা, বারহাট্টার মধুমিতা, কেন্দুয়ার সাথী, রামপুরের আনন্দ, দুর্গাপুরের অনামিকা ছবিঘর, সাগরিকা, মদনের লিপি, পূর্বধলার রিয়া। এ ছাড়া চৌরাস্তা ও হুগলা বাজারের আরও দুটি হল এবং আটপাড়ার খেয়া ও মঙ্গলসিদ্ধ এলাকার একটি হলও বন্ধ হয়ে গেছে।

নেত্রকোনা জেলা শহরের ‘হীরামন’ এর পরিচালক শেখ সুলতান তপু জানান, বর্তমান সময়ে সিনেমা হলের ব্যবসা একেবারেই মন্দা চলছে। দর্শকরা এখন আর হলে গিয়ে সিনেমা দেখতে চায় না। সিডি, ভিসিডি আসার পর থেকেই সিনেমা ব্যবসায় ধস নামতে শুরু করে। আর এখন ইন্টারনেট, ডিস অ্যান্টেনা, মোবাইল ফোনসহ নানা প্রযুক্তির বদৌলতে দর্শকরা ঘরে বসেই সিনেমা দেখতে পারছে। এ ছাড়া একটি সিনেমা মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে বাজারে পাইরেটেড কপি বের হয়ে যাচ্ছে। এ সবই সিনেমা ব্যবসায় ধস নামার কারণ।

স্থানীয় আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র শফিকুল ইসলাম জানায়, দুই বছর আগে এ পর্যন্ত মাত্র দুইবার হলে গিয়ে সিনেমা দেখেছে সে। একটি ‘আয়নাবাজি’। অপরটি ‘মনপুরা’। দুটোই আর্টফিল্ম ধরনের ছায়াছবি। এ রকম ছবি এলে আবার হলে গিয়ে দেখতাম। কিন্তু সুযোগ আর নেই জেলার কোথাও।

অন্যদিকে নেত্রকোনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী নওরিন আক্তার বলে, ‘হলে গিয়ে কোনোদিনই সিনেমা দেখিনি। দু'বছর আগে একবার একটি ছবি দেখতে কয়েক বান্ধবী মিলে হলে যেতে চেয়েছিলাম। কিন্তু অভিভাবকরা সম্মতি দেননি। তারা জানান, হলে গিয়ে সিনেমা দেখার মতো নাকি পরিবেশ নেই। পরে আমরা সিডি সংগ্রহ করে কম্পিউটারের সাহায্যে বাসায় বসে দেখেছি।’

নওরিনের মতো বর্তমান প্রজন্মের এমন অনেকেই আছে যারা কোনোদিন হলে গিয়ে সিনেমা দেখেনি। অথচ, দু’দশক আগেও সিনেমা ছিল বিনোদনের সেরা মাধ্যম। বিকেল হতেই হলগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যেত। অনেক সময় কাউন্টারে টিকিট পাওয়া যেত না। কালোবাজারিদের কাছ থেকে বেশি দামে টিকিট কিনতে হতো। আবার অনেকের এক ছায়াছবি বারবার দেখেও যেন তৃপ্তি মিটত না।

উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘৯০ এর দশকের পরবর্তীকালে বাংলা চলচিত্রে অশ্লীলতা প্রদর্শনের মাত্রা বাড়তে থাকে। এক সময় এটা চরম আকার ধারণ করে। অত্যন্ত নিম্নমানের এবং রুচি বিবর্জিত ছায়াছবি তৈরি হতে থাকে। এসব কারণে ভদ্রলোকেরা মুখ ফিরিয়ে নেয়। বিশেষ করে নারী দর্শকরা সম্পূর্ণভাবে হল বিমুখ হয়ে পড়েন।

তিনি আরও বলেন, এখন মাঝে মাঝে কিছু ভালো ছায়াছবি নির্মিত হয়। কিন্তু হলগুলোর সেই পরিবেশ নেই। সবাই ঘরে বসে দেখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। অথচ অতীতে যেকোনো পারিবারিক অনুষ্ঠানের সঙ্গে সিনেমা দেখার কর্মসূচি থাকত। বাড়িতে কোনো আত্মীয়-স্বজন বেড়াতে এলেও তাকে নিয়ে সিনেমা দেখানো হতো।’

এসএন

Header Ad
Header Ad

লৌহজংয়ে কার্টনে পাওয়া মরদেহের টুকরোগুলো সাভারের সবুজ মোল্যার

সবুজ মোল্যা। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে কার্টনের ভেতর হাত-পা বিচ্ছিন্ন মরদেহের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম সবুজ মোল্যা। তিনি সাভারের যাদুরচর গ্রামের ইউনুস মোল্লার ছেলে। নিহতের মামা মহসিন মিয়া তার মরদেহ শনাক্ত করেন বলে জানিয়েছে পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আল হোসাইন জানান, নিহতের টুকরা করা মরদেহ কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জে পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে ব্যস্ত থাকায় মামলা এখনো প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মামা মহসিন মরদেহটি সবুজের বলে শনাক্ত করেন।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, ঢাকার সাভার থানায় দায়েরকৃত একটি সাধারণ ডায়েরির সূত্র ধরে গতকাল রাত ১২টার দিকে মরদেহের পরিচয় পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।

নিহতের মামা মো. মহসিন জানান, নিহত সবুজ বনানীর একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিল। বৃহস্পতিবার থেকে সে নিখোঁজ ছিল।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে শুক্রবার রাতে পিবিআইয়ের ফোন পেয়ে এবং মরদেহের ছবি দেখে আমার ভাগিনাকে শনাক্ত করি। কে বা কারা তাকে হত্যা করেছে তা বলতে পারছি না।

এর আগে শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন লৌহজং উপজেলার মেদেনীমণ্ডল খানবাড়ি এলাকার আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে খানবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় কার্টনের ভেতর পলিথিনে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির মাথা ও গলা থেকে কোমর পর্যন্ত খণ্ডিত অংশ পাওয়া যায়।

একই দিন সকাল ১০টার দিকে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের মালঞ্চ এলাকায় সড়কের পাশে একটি কার্টনে মরদেহের কিছু অংশ পাওয়া যায়। খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে যান। আলামত যেন নষ্ট না হয় সে কারণে সিআইডি ও পিবিআইয়ের বিশেষজ্ঞ টিম পলিথিন খুলে মানবদেহের অংশগুলো পর্যবেক্ষণ করেন। পরে মুন্সীগঞ্জে মানবদেহের খণ্ডিত অংশ পাওয়ার খবর পেয়ে সেখানে যায় সিআইডি ও পিবিআই। পর্যবেক্ষণ শেষে খণ্ডিত অংশগুলো একই ব্যক্তির বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়।

Header Ad
Header Ad

মার্কিন শুল্ক নিয়ে সন্ধ্যায় জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।ছবি: সংগৃহীত

মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করতে একটি জরুরি বৈঠক আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভা আয়োজিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সভায় অংশ নেবেন শীর্ষ বিশেষজ্ঞ, উপদেষ্টা ও কর্মকর্তারা।

উল্লেখ্য, গত বুধবার বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এত দিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর ১৫ দশমিক ৫ শতাংশ শুল্ক দিতে হতো।

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৩৭ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ৪০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি শিল্পে বড় ধরনের আঘাত আসতে পারে। এই ধাক্কা সামলাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে চাইছে বাংলাদেশ। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর পথ খোঁজা হচ্ছে।

Header Ad
Header Ad

গৃহকর্মীকে মারধরের অভিযোগ: পরীমনি বললেন ‘আমার হাতে সব প্রমাণ আছে’

অভিনেত্রী পরীমনি। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এখন একটি বিতর্কিত অভিযোগের শিকার। তার গৃহকর্মী পিংকি আক্তার পরীমনির বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে রাজধানীর ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন, পরীমনি তার ওপর শারীরিক নির্যাতন করেছেন, বিশেষত এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোর ঘটনায়।

অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে বিষয়টি দ্রুত আলোচনায় আসে এবং সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যমে শিরোনাম হয়ে ওঠে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে পরীমনি ফেসবুক লাইভে আসেন। তিনি জানান, তার কাছে সব প্রমাণ রয়েছে, তবে তিনি সেগুলো প্রকাশ করতে চান না কারণ তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

অভিনেত্রী পরীমনি। ছবি: সংগৃহীত

লাইভে পরীমনি বলেন, “যদি আমার বিগত জীবনযাপন দেখেন, বুঝবেন যে আমি আমার স্টাফদের সঙ্গেই সময় কাটাই, তারা আমার পরিবার। এক গৃহকর্মী যার সাথে এক মাসও হয়নি, সে নিজের বিরুদ্ধে এমন দাবি করতেই পারে, তবে আমি বলব সে আমার গৃহকর্মী নয়।”

এছাড়া পরীমনি আরো জানান, অভিযোগের প্রেক্ষিতে মিডিয়া তাকে 'মিডিয়া ট্রায়াল' করেছে এবং তা একেবারেই সঠিক নয়। তিনি বলেন, “যে কেউ যে কারও বিরুদ্ধে জিডি করলেই সেটা কি সত্যি হয়ে যাবে? প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে দোষী সাব্যস্ত করা উচিত নয়।”

লাইভে আবেগপ্রবণ হয়ে পরীমনি আরও বলেন, “এত মিডিয়া ট্রায়াল বন্ধ করুন, জনগণ আসলে পুরো একটা মিডিয়া।"

বৃহস্পতিবার (৩ এপ্রিল) পিংকি আক্তার অভিযোগ করেন, পরীমনি তার মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোর সময় তাকে মারধর করেন, ফলে তিনি অজ্ঞান হয়ে যান এবং পরে ৯৯৯-এ কল করে পুলিশকে ডেকে আনেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে।

এদিকে, পরীমনি জানিয়েছেন, তিনি আইনি ব্যবস্থা নেবেন এবং সমস্ত প্রমাণ আদালতের মাধ্যমে উন্মোচন করবেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

লৌহজংয়ে কার্টনে পাওয়া মরদেহের টুকরোগুলো সাভারের সবুজ মোল্যার
মার্কিন শুল্ক নিয়ে সন্ধ্যায় জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা
গৃহকর্মীকে মারধরের অভিযোগ: পরীমনি বললেন ‘আমার হাতে সব প্রমাণ আছে’
যমুনা সেতু মহাসড়কে র‍্যাবের টহল জোরদার (ভিডিও)
শরীয়তপুরে দু’পক্ষের তুমুল সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ
গরমে তৃষ্ণা মেটানোর বদলে ডিহাইড্রেটেড করবে যেসব পানীয়
পরকীয়া থেকে ফেরাতে না পেরে স্বামীকে হত্যা করলেন স্ত্রী
গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহতের শিকার: জাতিসংঘ
আয়ারল্যান্ডের পাসপোর্ট বিশ্বসেরা, বাংলাদেশের অবস্থান ১৮১তম
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, নেই যানজট ও ভোগান্তি
আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ
অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে ২৮ জনের ৩ কোটি আত্মসাৎ, ফেরত দেওয়ার দাবি
প্রশাসনে রেকর্ড সংখ্যক কর্মকর্তা ওএসডি, চুক্তিভিত্তিক নিয়োগে নতুন রেকর্ড
ড. ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে: মির্জা ফখরুল
সাভারে আবারও চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটপাট
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস
যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে
কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?
ঢাকার পথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস