দাবি মানার পরও রাস্তায় শিক্ষার্থীরা, দুর্ভোগে নগরবাসী
সরকার মালিকানাধীন পরিবহন সংস্থা বিআরটিসি ও ব্যক্তি মালিকানাধীন বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি মেনে নিলেও রাস্তা ছাড়েনি শিক্ষার্থীরা। বুধবার (০১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা রাস্তায় নেমে গাড়ির কাগজপত্র চেক করতে থাকেন। কার্যদিবসে এভাবে রাস্তায় নেমে গাড়ির কাগজ চেক করায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী।
রামপুরার আবুল হোটেলের সামনের সড়কে দেখা গেছে স্কুল ড্রেস পরা অবস্থায় শিক্ষার্থীরা বাস দাঁড় করিয়ে কাগজ চেক করছে। এতে একটির পর একটি বাস লাইনে দাঁড়িয়ে যাচ্ছে। তাতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। অফিসিয়াল এবং ব্যক্তিগত কাজে যারা ঘরের বাইরে বের হয়েছেন তাদের অসহনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে।
অফিসিয়াল কাজে সচিবালয়ে যান এ এস এম মামুন। সেখান থেকে ফেরার পথে দীর্ঘক্ষণ রাস্তায় বসে থাকতে হয় তাকে। সেই বর্ণনা দিয়ে ঢাকাপ্রকাশকে বলেন, ‘সকালে অফিসে যাওয়ার সময় রাস্তা স্বাভাবিক ছিল কিন্তু ফেরার পথে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও রাস্তা শেষ হচ্ছে না। আজ থেকে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর হবার পরেও কেন তারা এভাবে মানুষকে দুর্ভোগে ফেলছে বুঝতে পারছি না। ছাত্রদের তো লেখাপড়ায় মনোযোগী হওয়ার কথা। সাধারণত ডিসেম্বর মাসে সব স্কুল-কলেজে বার্ষিক পরীক্ষা হয়ে থাকে। তারা ক্লাসে বা পরীক্ষায় না বসে এভারে রাস্তায় বসে থাকা কতটুক যৌক্তিক!’
এসএম/এএন