বানারীপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত
বরিশালের বানারীপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় নিহতের চাচি ঝিলিক বেগম গুরুতর আহত হন। সোমবার (৩ জানুয়ারি) সকাল ৮টায় বানারীপাড়ার রায়েরহাট ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. সাগর (৩০)। তিনি বেসরকারি একটি মোবাইলফোন কোম্পানির কর্মী। তার বাড়ি উপজেলার কাঁচাবালিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লাগে। মোটরসাইকেলে থাকা সাগর ও তার চাচি গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাদের।
বানারীপাড়া থানার ওসি হেলাল উদ্দিন জানান, আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে উদ্ধার করে বরিশাল মেডিক্যালে নেওয়ার পথে সাগর মারা যান। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অন্যদিকে তার চাচি ঝিলিকের দুটি আঙুলের মাথা বিচ্ছিন্ন হয়েছে। তার চিকিৎসা চলছে।
/এএন