২ ঘণ্টা পর যান চলাচল শুরু
বরিশালে ব্যাটারি চালিত অটো আটকের প্রতিবাদে সড়ক অবরোধ
বরিশালে ব্যাটারি চালিত হলুদ অটো আটক ও মামলার ঘটনায় নগরীর রূপাতলী এলাকায় শ্রমিকদের আন্দোলন হয়েছে। আন্দোলনে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। পরে আটককৃত হলুদ অটো ছড়ে দেওয়ার দাবি মেনে নিলে পুলিশের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডের গোলচত্তর এলাকা আটককৃত গাড়ি ছেড়ে দেওয়ার দাবিতে অবরোধ করে এই আন্দোলন শুরু হয়। এতে বরিশালের সঙ্গে পটুয়াখালী, বরগুনাসহ বিভিন্ন জেলা ও উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
চালকরা জানান, সকালে হঠাৎ করে পুলিশ অভিযান চালায়। ৫০টি গাড়ি আটক ও ছয়টি গাড়িকে পাঁচ হাজার টাকার মামলা দেওয়া হয়। এর বিপরীতে শ্রমিকরা আন্দোলনে নামে। শ্রমিকদের দাবি, তাদের উপর দেওয়া মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং আটক গাড়িগুলো ছাড়তে হবে। পুলিশ এসব দাবি মেনে নেওয়ার পর আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি (ট্রাফিক) শেখ মো. সেলিম জানায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার সকালে রুপাতলী বাসস্ট্যান্ড এলকায় অবৈধ গাড়ি পার্কিং করায় ছয়টি হলুদ অটোকে মামলা দিয়ে আটক করা হয়। এতে শ্রমিকরা বিক্ষোভ করে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
এসএ/