এসএসসি পাস করলেন ৫৭ বছর বয়সী ইউপি মেম্বার
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত শারীরিক প্রতিবন্ধী ইউপি মেম্বার রফিকুল ইসলাম এ বছর এসএসসি পাস করেছেন। তিনি জিপিএ ৪.৪৬ পেয়েছেন। তার বয়স ৫৭ বছর।
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে (মেম্বার) তালা প্রতীক নিয়ে ৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন রফিকুল ইসলাম। অষ্টম শ্রেণির ছাত্র থাকা অবস্থায় অসুস্থতার কারণে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে যান তিনি।
পরে আর লেখাপড়া করতে পারেননি। তবে তার প্রবল ইচ্ছা অন্তত এসএসসি পাস করার। তাই ভোকেশনাল কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন রফিকুল ইসলাম। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করলেন তিনি। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে শপথগ্রহণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে মোবাইল ফোনে জানান, তিনি জিপিএ ৪.৪৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। একদিকে ইউপি সদস্য নির্বাচিত, অন্যদিকে এসএসসি পাসের সুসংবাদ। আনন্দে যেন অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। উপস্থিত সবাই তাকে অভিনন্দন জানান।
এদিকে রফিকুল ইসলাম যখন আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন, তখন তার ছেলে একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। বাড়ি থেকে বাবা-ছেলে একসঙ্গে বিদ্যালয়ে গিয়ে ক্লাস করতেন।
রফিকুল ইসলাম বলেন, ‘প্রায় ৪৫ বছর আগে অষ্টম শ্রেণির ছাত্র থাকাবস্থায় অসুস্থ হয়ে যাওয়ায় লেখাপড়া করতে পারিনি। শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে যাই। স্বপ্ন ছিল, বেঁচে থাকলে একদিন এসএসসি পাস করব। আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করেছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক বলেন, ‘প্রকৃতপক্ষে শিক্ষার কোনো বয়স নেই। প্রতিবন্ধী হয়ে যে বয়সে তিনি এসএসসি পাশ করেছেন, এটা আনন্দের সংবাদ। শপথ অনুষ্ঠানে এসএসসি পাসের খবর তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।’
টিটি/